5 – ব্যবস্থা (BN-5)
যখন ঈশ্বর সিনাই পর্বতে তাঁর পবিত্র ব্যবস্থা প্রদান করেন, তখন সেটিতে প্রকাশিত নৈতিক মানদণ্ড একটি আয়নার মতো কাজ করে—যা প্রতিটি মানুষের হৃদয়ের পাপকে প্রকাশ করে এবং মানুষকে এই উপলব্ধিতে পৌঁছাতে সহায়তা করে যে, তাদের একমাত্র আশার স্থান হল আগত মুক্তিদাতা।